যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডোর আঘাতে মৃতের সংখ্যা ৯৪ ছাড়ালো 

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডোর আঘাতে মৃতের সংখ্যা ৯৪ ছাড়ালো 

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ছয়টি অঙ্গরাজ্যে ভয়াবহ টর্নেডোর আঘাতে মৃতের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ৯৪ জন।

ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা পড়ে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

টর্নেডোর পর থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে শহরটির প্রায় ৫০ হাজার মানুষ।

বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চালিয়ে গেলেও, তা ঠিক হতে কতোদিন সময় লাগবে তা জানায় নি কর্তৃপক্ষ।

এরইমধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কেন্টাকিকে দুর্যোগকবলিত অঙ্গরাজ্য বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তাছাড়া সেখানে সবধরণের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।   

আরও পড়ুন:


বালা-মুসিবত থেকে পরিত্রাণের দোয়া

টর্নেডো পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি।

যুদ্ধ বিধ্বস্ত এলাকা মনে হয়েছে। এটি আমাদের ইতিহাসের সবচেয়ে বড় টর্নেডোর আঘাতের একটি। ক্ষয়ক্ষতি সামাল দিতে  রাজ্যগুলির গভর্নরদের সাথে কথা বলেছি। ক্ষয়ক্ষতি সামাল দিতে সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে।  

news24bd.tv রিমু