মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে একটি নসিমন (থ্রি হুইলার) নিয়ন্ত্রণ হারিয়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন।
গতকাল রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে মাদারীপুর জেলার শিবচরে। পুলিশ জানিয়েছে, হাজী শরিয়তউল্লাহ সেতু সংলগ্ন আন্ডারপাসের নিকট নিয়ন্ত্রণ হারিয়ে একটি নছিমন (থ্রি হুইলার) উল্টে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে্ন।
আরও পড়ুন:
যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডোর আঘাতে মৃতের সংখ্যা ৯৪ ছাড়ালো
শিবচর হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যার সময় দত্তপাড়া এলাকায় একটি ছাদ ঢালাইয়ের কাজ শেষে বাড়ি ফিরছিলেন ১৭ জনের এক নির্মাণ শ্রমিকের দল। নসিমনে করে ঢালাইকাজে ব্যবহৃত মেশিন নিয়ে তারা ফিরছিলেন। মহাসড়কের সেতুর টোলপ্লাজা পার হয়ে আন্ডারপাসের নিকট আসলে আন্ডারপাসের ভেতর হয়ে একটি মাইক্রোবাস সড়কে প্রবেশ করে। এসময় সংঘর্ষ এড়াতে গিয়ে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। নসিমনে থাকা ১৭ জন শ্রমিকের মধ্যে ১২ জন আহত হন।
news24bd.tv রিমু