সাইবার আক্রমণের হুমকির মুখে কানাডার কুইবেক প্রভিন্সিয়াল সরকার। তাদের সব ধরনের সরকারি ওয়েবসাইট এবং অনলাইন কার্যক্রম অফলাইন করে দিয়েছে।
স্বাস্থ্য, শিক্ষা, গণপ্রশাসনসহ প্রায় চার হাজারের মতো ওয়েবসাইট হুমকির মুখে বলে প্রভিন্সিয়াল সরকার জানিয়েছে।
আরও পড়ুন:
দুই এএসআইকে কুপিয়ে মাদক মামলার আসামি ছিনিয়ে নিল স্বজনরা
প্রভিন্স জানিয়েছে, ঝুঁকির মাত্রা বিবেচনা করে প্রতিরোধক ব্যবস্থা সাপেক্ষে পর্যায়ক্রমে ওয়েসবাইটগুলো উন্মুক্ত করে দেয়া হবে।
(এই বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব। এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। )
news24bd.tv রিমু