দেশে ফিরেও বাসায় যাননি ডা. মুরাদ, কোথায় আছেন? 

সংগৃহীত ছবি

দেশে ফিরেও বাসায় যাননি ডা. মুরাদ, কোথায় আছেন? 

অনলাইন ডেস্ক

কানাডার পর দুবাইয়ে ঠাঁই না পেয়ে অবশেষে গতকাল বিকেলে দেশে ফিরেছেন পদ হারানো তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। জানা গেছে, ঢাকায় ফেরার পর ধানমন্ডির নিজ বাসায় যাননি তিনি। তাহলে গেলেন কোথায় ডা. মুরাদ ?

ডা. মুরাদের তিনটি বাসার মধ্যে একটি রাজধানীর শান্তিনগরে, একটি ধানমন্ডিতে এবং অপরটি প্রতিমন্ত্রী হিসেবে পাওয়া মিন্টো রোডে। তবে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার কারণে মুরাদ মিন্টো রোডের বাসার অধিকার হারিয়েছেন।

এ ছাড়া সরকারি বরাদ্দের ওই বাসায় তিনি প্রতিমন্ত্রী থাকার সময়েও খুব একটা যাননি। শান্তিনগরের বাসাতেও তার তেমন যাতায়াত নেই। তবে তার নির্বাচনী এলাকা জামালপুরের সরিষাবাড়ীতে যাচ্ছেন কি না, সে ব্যাপারেও কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন:


 

দুবাইয়ের সেই ফ্লাইটে দেশে আসেননি ডা. মুরাদ


রোববার দুবাই থেকে ছেড়ে আসা তাকে বহনকারী এমিরেটসের ইকে-৫৮৬ নম্বর ফ্লাইটটি বিকেলে ৫টা ৭ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সাধারণ যাত্রীদের গেট দিয়ে বের হতে দেখা যায় মুরাদকে। এরপর সবার চোখ ফাঁকি দিয়ে কোথায় গেছেন তা জানা যায়নি। রাতে ধানমন্ডির বাসায় স্ত্রী-সন্তানদের কাছে ফেরেননি বলে জানা গেছে।

news24bd.tv রিমু