জোড়া শিশু লাবিবা-লামিশার অস্ত্রোপচার আজ  

সংগৃহীত ছবি

জোড়া শিশু লাবিবা-লামিশার অস্ত্রোপচার আজ  

অনলাইন ডেস্ক

অবশেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জোড়া লাগানো শিশু লাবিবা-লামিশার অস্ত্রোপচার হবে আজ সোমবার। দ্বিতীয় দফায় অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা হতে যাচ্ছে এই জোড়া জমজ শিশুরা।  

২০১৯ সালে নিলফামারীর জলঢাকা উপজেলার সদরের একটি ক্লিনিকে জন্ম হয় দুই বছর আট মাস বয়সী লাবিবা-লামিসা। উপজেলার যদুনাথপুর গ্রামের লাল মিয়া-মনুফা বেগম দম্পতির সন্তান তারা।

এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আশরাফ উল হক কাজল জানিয়েছেন, অস্ত্রোপচারে নয় থেকে ১০ ঘণ্টা সময় লাগতে পারে।

আরও পড়ুন:


 

দেশে ফিরেও বাসায় যাননি ডা. মুরাদ, কোথায় আছেন? 

 

তিনি বলেন, 'আমরা খুবই আশাবাদী। আমরা সফল হব বলে ধারণা করছি। লাবিবা-লামিসার জোড়াটা একটু ব্যতিক্রম।

তাদের পায়ুপথ, মাসিকের রাস্তা এবং মেরুদণ্ডে সমস্যা আছে। যেগুলো আলাদা করতে হবে। আমরা খেয়াল রাখব তারা যেন ভবিষ্যতে পূর্ণাঙ্গ নারী হিসেবে বেড়ে উঠতে পারে। ইনশাল্লাহ আমরা সফল হব। '

news24bd.tv রিমু