‘কাঁচাবাদাম’ গানের ভুবন এবার তৃণমূলের প্রচারে!

সংগৃহীত ছবি

‘কাঁচাবাদাম’ গানের ভুবন এবার তৃণমূলের প্রচারে!

অনলাইন ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ভাইরাল হওয়া ভারতের পশ্চিমবঙ্গের ‘কাঁচাবাদাম’ গানখ্যাত ভুবন বাদ্যকর এবার যোগ দিলেন রাজনীতিক প্রচারাভিযানে।

কলকাতা পৌরসভা নির্বাচনে রাজ্যটির শাসক দল তৃণমূলের হয়ে প্রচারে নেমেছেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।

সপ্তাহ দুয়েকের মধ্যে দুবরাজপুরের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের ভুবনটাই যেন বদলে গেল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া তার ‘কাঁচাবাদাম...’ গানই তার কপাল খোলার কারণ।

কলকাতার ১৪ নম্বর ওয়ার্ডের জোড়া ফুল প্রার্থী অমল চক্রবর্তী থেকে তৃণমূল বিধায়ক মদন মিত্র পর্যন্ত ভোটের প্রচারে এখন ‘ভুবনমুখী’।

শনিবার সকালে কলকাতায় অমল চক্রবর্তীর হয়ে ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার চালিয়েছেন ভুবন বাদ্যকর। সন্ধ্যায় আবার ‘কাঁচাবাদাম’খ্যাত ভুবনকে দেখা গেছে মদন মিত্রের সঙ্গে।

গান গাওয়া তো ছিলই। রাতারাতি সাড়া ফেলা ভুবনের হালের জনপ্রিয়তাকে তৃণমূলের নেতারা যেমন কাজে লাগাতে চেয়েছেন, তেমনি প্রান্তিক ফেরিওয়ালা ভুবনও পরিচিতি ও উপার্জনের একটি বিকল্প রাস্তা খুঁজে পাচ্ছেন।

আরও পড়ুন:

পরকীয়া সন্দেহে স্ত্রী ও সন্তানকে গলা কেটে হত্যা, স্বামী আটক

তৃণমূল জানিয়েছে, মদন মিত্র ২০ হাজার টাকা দেওয়ার পাশাপাশি ফল প্রকাশের দিন ১৪৪ কেজি কাঁচাবাদামের অর্ডার দিয়েছেন ভুবনকে।

এতে বেজায় খুশি ভুবন বলছেন, যা চেয়েছিলাম সেটি পাচ্ছি। মানুষের ভালোবাসা ও আশীর্বাদও পাচ্ছি। এই উত্তরণে খুশি পরিবারও। দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণ গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামে দুই ছেলে, স্ত্রী, এক পুত্রবধূ নিয়ে ভরা সংসারে মুখ্য উপার্জনকারী ভুবনই।

ভুবনের স্ত্রী আদরি বাদ্যকর বলছেন, আয় বাড়ায় এখন আমরা ভালো আছি। তবে প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাওয়া বাড়ি তৈরি সম্পূর্ণ হয়নি বলেও জানালেন।

news24bd.tv/ কামরুল