টানা পাঁচ বছর ধরে যুক্তরাজ্যে শিশুদের সবচেয়ে জনপ্রিয় নামের তালিকায় শীর্ষস্থানে রয়েছে মুহাম্মদ নামটি। সম্প্রতি এক জরিপে এই তথ্য উঠে আসে। খবর আরব নিউজের।
যুক্তরাজ্যের বেবি সেন্টারের প্রকাশিত একটি জরিপে এই তথ্য উঠে আসে।
এরপর জনপ্রিয় নামের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নোয়াহ এবং তৃতীয় স্থানে রয়েছে অলিভার।
ইংরেজিতে মুহাম্মদ নামে বানান করা হয়েছে— মুহাম্মদ, মহম্মদ, মোহামেদ, মোহাম্মদ, মোহাম্মাদ ইত্যাদি ইত্যাদি। মুসলমানদের প্রিয় নবী হজরত মুহাম্মদের (সা.)-এর নামানুসারে এই নামটি অনেক মুসলমান নিজের সন্তানের নাম হিসেবে রেখে থাকেন।
যুক্তরাজ্যে বর্তমানে ৩৩ লাখ মুসলিমের বসবাস। দেশটির রাজধানী লন্ডনেই মোট মুসলিম জনসংখ্যার ৫৯ শতাংশের বসবাস।
আরও পড়ুন:
ফিলিস্তিনি শরণার্থী শিবিরে বন্দুক হামলায় নিহত ৪
news24bd.tv/ নকিব