খুলনার বটিয়াঘাটার হাটবাটি গ্রামে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তিলোত্তমা মন্ডল পুতুল (৪০) নামের এর নারীকে হত্যা করা হয়েছে। তিনি উপজেলার বিত্তশলুয়া গ্রামের মহেন্দ্র মণ্ডলের মেয়ে।
সোমবার ভোররাতে ঘুমন্ত অবস্থায় তাকে ধারাল দা দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় দীপিকা মিস্ত্রী (৪৫) ও প্রকাশ মিস্ত্রী (৫৮) নামের আরও দু’জন জখম হয়।
আরও পড়ুন:
পরকীয়া সন্দেহে স্ত্রী ও সন্তানকে গলা কেটে হত্যা, স্বামী আটক
এলাকাবাসী জানান, তিলোত্তমা বোনের বাড়িতে বেড়াতে এসেছিল। রাতে সবাই ঘুমিয়ে পড়লে কে বা কারা তাদের দা দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। দায়ের কোপে তিলোত্তমা নিহত হন। তার বোন ও দুলাভাই আহত হন।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জালাল বলেন, প্রাথমিকভাবে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
news24bd.tv/ কামরুল