যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে এক বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও ১৪ জন।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ওই ঘটনা ঘটে। রয়টার্স জানায়, গুরুতর আহত একজনকে হেলিকপ্টারযোগে হাসপাতালে নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
২৬ বছর বয়সেই অবসরে যাচ্ছেন টম হল্যান্ড!
লোকজন ওই অনুষ্ঠানে বেলুন আকাশে উড়ানোর সময় একটি গাড়িতে করে এক হামলাকারী আসেন। এরপরেই ওই ব্যক্তি ভিড়ের মধ্যে গুলি চালাতে শুরু করেন। বলেন, এটা কোনো সন্ত্রাসী হামলা কিনা প্রাথমিকভাবে তা খতিয়ে দেখা হচ্ছে।
news24bd.tv/এমি-জান্নাত