ময়মনসিংহে মসজিদ কমিটির বিরোধের জেরে দুই ভাই নিহতের ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়িদসহ ৩৬ জনকে আসামি করে মামলা হয়েছে। রোববার রাতে নিহতদের বাবা আলী আকবর ও নিহত দুই ভাইয়ের স্ত্রী বাদী হয়ে মামলাটি করেন।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে মামলা হয়েছে।
আরও পড়ুন:
মাদ্রাসা শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ ও তার ভিডিও ধারণ!
পরকীয়া সন্দেহে স্ত্রী ও সন্তানকে গলা কেটে হত্যা, স্বামী আটক
গত শুক্রবার দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার চরাঞ্চলের সিরতা ইউনিয়ন মসজিদ কমিটির বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সহোদর রফিকুল ইসলাম ও তার ভাই সফিকুল ইসলাম খুন হয়। নিহত রফিকুল ইসলাম ও সফিকুল ইসলাম ওই এলাকার আলী আকবরের ছেলে।
news24bd.tv/ কামরুল