হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম-মহাসচিব মামুনুল হককে নারায়ণগঞ্জ আদালতে দেখতে এসেছিলেন তার দুই অনুসারী মাহমুদুল হাসান (২২) ও মোহাম্মদ আলী (২২)। এ সময় তারা স্লোগান দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।
পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে নাশকতার মামলায় সোমবার (১৩ ডিসেম্বর) রাতে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার মাহমুদুল হাসান ঢাকা কেরানীগঞ্জের কালিন্দী গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে। আর মোহাম্মদ আলী টাঙ্গাইলের বেড়ীপটল গ্রামের মো. আয়নাল হকের ছেলে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরী এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি।
মামুনুল হকের আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন বলেন, আদালতের কার্যক্রম শেষে মামুনুল হককে যখন পুলিশ ভ্যানে তোলা হচ্ছিল তখন কিছু অনুসারী পিছু নেন। এ সময় তারা স্লোগান দেওয়ার চেষ্টা করলে পুলিশ দুইজনকে আটক করে।
আরও পড়ুন:
ব্যাংক লেনদেনে মিথ্যা তথ্য দিলে জেল-জরিমানা
করোনায় ২৪ ঘণ্টায় দেশে তিনজনের মৃত্যু
পরকীয়া সন্দেহে স্ত্রী ও সন্তানকে গলা কেটে হত্যা, স্বামী আটক
অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরী বলেন, আমরা দুইজনকে আটক করেছি। তারা সোনারগাঁ থানার নাশকতা মামলার সন্দেহভাজন আসামি। তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।