বৈঠকের আগে ট্রাম্পর অর্থনৈতিক উপদেষ্টার হার্ট অ্যাটাক

ল্যারি কুদলো।

বৈঠকের আগে ট্রাম্পর অর্থনৈতিক উপদেষ্টার হার্ট অ্যাটাক

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের আগ মুহূর্তে তার শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুদলো  হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এসময় তাকে আশঙ্কাজনক অবস্থায় মেরিল্যান্ডের ওয়াল্টার রিড মেডিক্যাল ন্যাশনাল মিলিটারি সেন্টারে ভর্তি করা হয়েছে।

কিমের সঙ্গে বৈঠক শুরুর ২৫ মিনিট আগে কুদলোর হার্ট অ্যাটাকের কথা জানান ট্রাম্প। গত এপ্রিল মাসে গ্যারি কোহেনকে সরিয়ে কুদলোকে মার্কিন জাতীয় অর্থনৈতিক পরিষদের পরিচালক পদে নিয়োগ দেন প্রেসিডেন্ট ট্রাম্প।

৭০ বছর বয়সী কুদলো নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভের জুনিয়ার স্টাফ অর্থনীতিবিদ হিসেবে যোগ দেন এবং পরে বেসরকারি খাত ওয়ালস্ট্রিটে চলে যান।   

কানাডার কুইবেক শহরে জি-সেভেন শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মধ্যকার শূল্ক বিষয়ক দ্বন্দ্ব নিয়ে কুদলো বিশ্ব গণমাধ্যমের শিরোনাম হন।

তিনি কুইবেক আলোচনায় অংশ নেন এবং তিনি বলেছেন, কানাডার প্রধানমন্ত্রী আমাদেরকে পিঠে চুরি মেরেছেন।

রাশিয়ার ওপর মার্কিন নতুন নিষেধাজ্ঞার ক্ষেত্রে কুদলোর ভূমিকা রয়েছে বলে ধারণা করা হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর