ঢাবি শিক্ষার্থীকে হত্যার অভিযোগ, আটক স্বামী

সংগৃহীত ছবি

ঢাবি শিক্ষার্থীকে হত্যার অভিযোগ, আটক স্বামী

অনলাইন ডেস্ক

রাজধানীর বনানীতে ইলমা চৌধুরী মেঘলা (২৪) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার বনানী থানা পুলিশ ইলমার স্বামী কানাডা প্রবাসী ইফতেখার আবেদীনকে (৩৬) আটক করেছে।

নিহত ইলমা চৌধুরীর পরিবারের অভিযোগ,  স্বামীর নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে। তবে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের দাবি, ইলমা আত্মহত্যা করেছেন।

পুলিশ ও ইলমার পারিবারিক সূত্র জানায়, গতকাল মঙ্গলবার বিকেলে অসুস্থ অবস্থায় বনানীর বাসা থেকে প্রথমে ইলমাকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

এ বিষয়ে বনানী থানার ওসি নুরে আজম মিয়া বলেন, ‘ইলামার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পুলিশ তাঁর স্বামীকে আটক করেছে। ’ 

ওসি বলেন, ‘ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। ’

আরও পড়ুন:


 

বরিশাল মেডিকেলের সিসিইউতে আগুন, রোগীর মৃত্যু অভিযোগ


ইলমার মা সিমথি চৌধুরী বলেন, ‘আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই। সে বিভিন্ন সময় তাকে মারধরের বিষয় আমাকে জানিয়েছে। ’

news24bd.tv রিমু