রোমাঞ্চ ছড়ানো জয়ে এক ম্যাচ আগে সিরিজ পাকিস্তানের

সিরিজ বাঁচাতে পারলো না ক্যারিবীয়রা

রোমাঞ্চ ছড়ানো জয়ে এক ম্যাচ আগে সিরিজ পাকিস্তানের

অনলাইন ডেস্ক

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৯ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল পাকিস্তান। অলরাউন্ড নৈপুণ্য দেখানো শাদাব খান ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন।

প্রথম টি-টোয়েন্টি জিতে এক বছরে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড গড়েছিল পাকিস্তান। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও আসলো সফলতা।

তবে সহজে জিততে দেয়নি ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের শেষ দিকে রোমাঞ্চ ছড়ায়। কিন্তু পাকিস্তানের বোলাররা স্নায়ু ধরে রেখে ঠিকই দলকে জেতায়।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) করাচির জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে পাকিস্তান। জয়ের জন্য ১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই শাই হোপের উইকেট হারিয়ে বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।

দলীয় ৩১ রানের মাথায় আউট হন সামরাহ ব্রুকস। ১০ রান করে আউট হন তিনি। এরপর নিকোলাস পুরান করেন ২৬ রান। রোভমান পাওয়েল করেন ৪ রান। ওডেন স্মিথ করেন ১২ রান। ওপেনার ব্র্যান্ডন কিং পঞ্চম ব্যাটার হিসেবে আউট হন ৬৭ রান করে। ৪৩ বলে ৬টি বাউন্ডারি এবং ৩টি ছক্কার মার মারেন তিনি।


আরও পড়ুন:

বঙ্গবন্ধুর ছবির কপিরাইট রাষ্ট্রীয় সম্পত্তি: হাইকোর্ট

গণহত্যার জন্য পাকিস্তান ক্ষমা চাইবে, আশা হানিফের

নারীকে বিবস্ত্র করে নির্যাতন: ১৩ আসামির ১০ বছর করে কারাদণ্ড


রোমারিও শেফার্ড ১৯ বলে করেন ৩৫ রান। তিনি থেকে যান অপরাজিত। কিন্তু বাকি ব্যাটররা একের পর এক উইকেট বিলাতে থাকেন। শেষ বলে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ ১৬৩ রানে অলআউট হয়ে যায়।

শাহিন শাহ আফ্রিদি ৩ উইকেট নেন ২৬ রান দিয়ে। এরপর মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম এবং হারিস রউফ নেন ২টি করে উইকেট।

news24bd.tv/ নাজিম