বেলারুশে বিরোধীদলীয় নেতার ১৮ বছরের কারাদণ্ড

সংগৃহীত ছবি

বেলারুশে বিরোধীদলীয় নেতার ১৮ বছরের কারাদণ্ড

অনলাইন প্রতিবেদক

বেলারুশের বিরোধীদলীয় নেতা স্বেতলানা টিখানভস্কায়ার স্বামী সের্গেই টিখানভস্কিকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। সরকারবিরোধী গণআন্দোলন ও দাঙ্গা লাগানোর অভিযোগে এক মামলায় গতকাল মঙ্গলবার তার কারাদণ্ডের আদেশ দেয়া হয়।  

২০২০ সালে বেলারুশের নির্বাচনে কর্তৃত্ববাদী প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল টিখানভস্কির। তবে নির্বাচনের আগে গ্রেপ্তার হন তিনি।

ফলে নির্বাচনে প্রার্থী হন স্বেতলানা।

ওই নির্বাচনে নিজেকে জয়ী ঘোষণা করেন লুকাশেঙ্কো। তবে নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলে স্বেতলানা নিজেকে বিজয়ী ঘোষণা করেন। পরদিনই প্রতিবেশী দেশে নির্বাসনে যেতে তাকে বাধ্য করা হয়।

আরও পড়ুন:


ঢাবি শিক্ষার্থীকে হত্যার অভিযোগ, আটক স্বামী


স্বামী গ্রেপ্তারের প্রসঙ্গে স্বেতলানা বিচারকারী আদালতের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। রায়টিতে লুকাশেঙ্কোর প্রতিশোধের প্রতিফলন ঘটেছে বলেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি।

সূত্র: বিবিসি 

news24bd.tv রিমু