চোখের জলে ফুটবলকে বিদায় আগুয়েরোর

সংগৃহীত ছবি

চোখের জলে ফুটবলকে বিদায় আগুয়েরোর

অনলাইন ডেস্ক

জার্সি গায়ে ফুটবল মাঠে আর দৌড়াতে দেখা যাবে না সার্জিও আগুয়েরোকে। যাবার বেলায় ফুটবলকে বিদায় জানালেন চোখের জলে। সার্জিও আগুয়েরো হৃদযন্ত্রে গুরুতর সমস্যার ভুগছিলেন। এ কারণেই ফুটবল আর খেলবেন না বয়লে সিদ্ধান্ত নিয়েছেন।

দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারের ইতিটা তাই বেশ বেদনার ছিল তার জন্য।

১০ বছর ম্যানচেস্টার সিটিতে কাটিয়ে চলতি মৌসুমেই বার্সেলোনায় এসেছিলে ফ্রি ট্রান্সফারে। বার্সায় যোগ দিলেও কাফ মাসলের সমস্যার জন্য শুরুর দিকে মাঠে নামা হয়নি আগুয়েরোর। তবে বার্সার হয়ে পঞ্চম ম্যাচ খেলতে নেমেই অসুস্থতা অনুভব করেন।

দ্রুত ডাক্তারের কাছে নেওয়া হলে জানা যায় তিনি গুরুতর হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত।

আরও পড়ুন:
রোমাঞ্চ ছড়ানো জয়ে এক ম্যাচ আগে সিরিজ পাকিস্তানের

বরিশাল মেডিকেলের সিসিইউতে আগুন, রোগীর মৃত্যু অভিযোগ

দেশে সোনার দাম ভরিতে কমল ১১৬৬ টাকা, কার্যকর আজ


 

বুধবার বার্সেলোনার আয়োজিত সংবাদ সম্মেলনে কান্নাভেজা আগুয়েরো বলেন, ‘মাঠে ফেরার আপ্রাণ চেষ্টা করেছি। কিন্তু দ্রুতই অবসরের মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আমি আমার ক্যারিয়ার নিয়ে গর্বিত। ’

আগুয়েরো আরও বলেছেন, ‘আমার বয়স যখন পাঁচ বছর, তখন প্রথমবার বল ছুঁই। এরপর থেকেই পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেছি। আমার বয়স যখন ১৮, সে সময় অ্যাটলেটিকো মাদ্রিদ আমাকে তাদের দলে সই করায়। মাই তাদের কাছে কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাই।  

news24bd.tv/আলী