ভারত-পাকিস্তান ‘যুদ্ধ’ কাল বিকেলে

সংগৃহীত ছবি

ভারত-পাকিস্তান ‘যুদ্ধ’ কাল বিকেলে

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ভারত-পাকিস্তান যুদ্ধ চলবে শুক্রবার বিকেল সাড়ে তিনটায়।

মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে মাঠের লড়াইয়ে অংশ নেবে এশিয়ার এই দুই চির প্রতিদ্বন্দ্বী দল।  

এই ম্যাচের আগে ভারত কোরিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করে।

পরে স্বাগতিক বাংলাদেশ দলকে ৯-০ গোলে বিধ্বস্ত করে প্রতিবেশী দেশটি।

অন্যদিকে পাকিস্তানের এটি দ্বিতীয় ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে গোলশূন্য ড্র করে তারা।

বৃহস্পতিবার ভারতের অধিনায়ক মানপ্রিত সিং বলেছেন, এখানে কোনো প্রতিপক্ষকে ছোট করে দেখার সুযোগ নেই। সকল দলই এখানে এসেছে তাদের সেরাটা দিতে।

পাকিস্তান দল ক্যাম্পে অনেক ভালো প্রস্তুতি নিয়েছে। সুতরাং আমাদের জন্য এটা খুব একটা সহজ কিছু হতে যাচ্ছে না। আমরা আমাদের সেরাটাই দিতে চাই এখানে।

ম্যাচটি গুরুত্বপূর্ণ উল্লেখ করে পাকিস্তান দলের অধিনায়ক ওমর ভুট্টা বলেছেন, আমার মতে, এটা আর অন্য যে কোনো ম্যাচের মতোই। যখন আমরা কোনও ম্যাচ খেলি সেখানে প্রতিপক্ষ থাকে আর তাদের বিপক্ষে খেলতে হয়, এখানেও তাই। যেহেতু আমরা দুবার অলিম্পিক কোয়ালিফাই করতে পারিনি, আমাদের কিছুটা গ্যাপ রয়ে গেছে।

ভারতকে ভালো দল উল্লেখ করে পাকিস্তানের অধিনায়ক বলেন, তারা সম্প্রতি অলিম্পিক খেলেছে আর সেখানে তারা ব্রোঞ্জ জয় করেছে, সুতরাং তারা একটা ভালো দল। আমরা আমাদের সেরাটাই তাদের বিপক্ষে দেবার চেষ্টা করব।

আরও পড়ুন:


ঝিনাইদহে ‘মারপিটে মেম্বর প্রার্থীর মৃত্যু’


news24bd.tv/ তৌহিদ