কার্ডিয়াক অ্যারেস্টে ঢাবি শিক্ষার্থী ছাত্রলীগ নেতার মৃত্যু

নুরে আদিব আনাম

কার্ডিয়াক অ্যারেস্টে ঢাবি শিক্ষার্থী ছাত্রলীগ নেতার মৃত্যু

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৫-১৬ সেশনের নুরে আদিব আনাম নামে এক শিক্ষার্থী কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যুবরণ করেছেন। তিনি ঢাবির ইনফরমেশন সাইন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে রংপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কার্ডিয়াক অ্যারেস্টের কারণে লাইফ সাপোর্টে ছিলেন নুরে আদিব আনাম।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার আবাসিক হলের বন্ধুরা।

নুরে আদিব আনামের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সলিমুল্লাহ মুসলিম হলের উপ-দপ্তর সম্পাদক ছিলেন। টিএসসি ভিত্তিক সংগঠন স্লোগান ৭১-এর সহ-সভাপতি ছিলেন।

জুবায়ের রায়হান হৃদয় নামে তার এক বন্ধু জানায়, হার্ট ও কিডনি জটিলতায় রংপুর ফোর ডক্টরস হাসপাতালে আইসিইউ-তে অজ্ঞান অবস্থায় ভর্তি ছিলেন আদিব। রাত পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুন


বাস চাপায় ফের স্কুল ছাত্রের মৃত্যু

news24bd.tv এসএম