জাপানের ওসাকা শহরের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে জাপানের ফায়ার সার্ভিস বিভাগ। খবর দ্য গার্ডিয়ানের।
ভবনটি জেআর ওসাকা স্টেশনের কাছে অবস্থিত।
ফায়ার সার্ভিস বিভাগ জানায়, ২০ বর্গমিটার এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ার পর ১০টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। উদ্ধার করা ২৮ বাসিন্দার মধ্যে ২৭ জনেরই মৃত্যু হয়েছে। বাকি একজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এক প্রত্যক্ষদর্শী জানান, বাহিরের দিকে তাকিয়ে দেখি ওই ভবনের চতুর্থ তলায় কমলা রঙের শিখা জ্বলছে। মুহূর্তেই দেখলাম, ষষ্ঠ তলার জানালা দিয়ে একজন নারী হাত নেড়ে সাহায্য চাইছে।
রেস্তোরাঁয় কর্মরত অন্য একজন প্রত্যক্ষদর্শী বলেন, প্রচুর ধোঁয়া হয়েছে। ঘটনাস্থলে প্রচুর ফায়ার ট্রাক এবং অ্যাম্বুলেন্স ছিল। একপর্যায়ে আশেপাশের এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। প্রাথমিকভাবে আগুনের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস বিভাগ।
আরও পড়ুন:
'কে-পপ' শোনার অপরাধে ৭ জনের প্রকাশ্য মৃত্যুদণ্ডের অভিযোগ
news24bd.tv/ নকিব