সরকারি প্রকল্পের টাকা পেতে সকল কৌশলকেই যেন ছাপিয়ে গেলেন ভারতের উত্তরপ্রদেশের ফিরোজাবাদের এক বাসিন্দা। সরকারি প্রকল্পের ৩৫ হাজার টাকা পেতে নিজের বোনকেই বিয়ে করে বসলেন ওই ব্যক্তি। খবর আনন্দবাজার পত্রিকার।
উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী সামূহিক বিবাহ যোজনা নামে একটি প্রকল্প রয়েছে।
এই প্রকল্পের সুবিধা পেতেই ওই ভাই-বোন গত ১১ ডিসেম্বর ফিরোজাবাদের তুন্দলায় আয়োজিত ওই গণবিবাহ অনুষ্ঠানে গিয়ে বিয়ে করেন। ওই অনুষ্ঠানের ছবি, ভিডিও ছড়িয়ে পড়তেই ব্লক উন্নয়ন দপ্তরে গিয়ে সত্যি ঘটনা জানিয়ে আসেন প্রতিবেশীরা।
ওই ভাই-বোনের বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের কাগজপত্রও খতিয়ে দেখা হচ্ছে। বিয়ের পর সরকারি উপহারও বাজেয়াপ্ত করা হয়েছে।
আরও পড়ুন:
বিজেপির মুখ্যমন্ত্রীর প্রশ্ন, আমার স্ত্রীর প্রতি এত নজর কেন?
news24bd.tv/ নকিব