রাজধানীতে রমনা কালী মন্দিরের সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেছেন সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকায় রমনা কালিমন্দিরের বর্ধিত অংশ পরিদর্শন করেন তিনি। ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান তাকে অভ্যর্থনা জানান।
এসময় শাঁখ বাজিয়ে ভারতের রাষ্ট্রপতি ও তার স্ত্রী সবিতাসহ পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়।
সম্প্রসারিত ভবন এবং গেস্ট হাউজ উদ্বোধন শেষে মন্দির কমিটির সাথে কথা বলেন ভারতের রাষ্ট্রপতি। সেখানে কিছুটা সময় কাটিয়ে আবারও ফিরে যান হোটেলে।
আরও পড়ুন:
এক দশকে এই প্রথম মন্ত্রী পর্যায়ের পাকিস্তান সফর
জাপানের ওসাকা শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২৭ জনের মৃত্যু
হাসপাতালে মাহাথির মোহাম্মদ
১৯৭১ সালের ২৭ মার্চের গণহত্যার সময় রমনা মন্দিরটি ধ্বংস করে দিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। সেই অংশটি ভারত সরকারের সাত কোটি টাকা অনুদানে সংস্কার করা হয়েছে। ভক্তনিবাস ও মূল মন্দিরও পুনঃনির্মাণ করা হয়েছে।