ব্রিটেনে টানা দ্বিতীয় দিনের মতো করোনায় দৈনিক সর্বোচ্চ আক্রান্ত শনাক্তের রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮৮ হাজার ৩৭৬ জন। করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আতঙ্কের মধ্যেই শনাক্তের এই রেকর্ড গড়েছে দেশটি।
তবে এই পরিস্থিতিতেও ব্রিটেনে লকডাউন দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে ৬ লাখ ৮৯ হাজারের বেশি মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এসময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৬ হাজার ৩৩১ জন।
এ নিয়ে বিশ্বে মোট শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ২৭ কোটি ৩১ লাখ। আর মোট মৃত্যু ছাড়িয়েছে ৫৩ লাখ ৫১ হাজার। এছাড়া এখন পর্যন্ত ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন ২৪ কোটি ৫২ লাখেরও বেশি মানুষ।
আরও পড়ুন:
বিজেপির মুখ্যমন্ত্রীর প্রশ্ন, আমার স্ত্রীর প্রতি এত নজর কেন?
news24bd.tv/ নকিব