হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্টে আজ মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশি দেশ ভারত ও পাকিস্তান। দিনের দ্বিতীয় ম্যাচেই মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশও। তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।
চার বছর পর আজ হকির টার্ফে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ভারত।
অন্যদিকে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সন্ধ্যা ৬ টায় শুরু হবে বাংলাদেশ-কোরিয়া ম্যাচটি।
এর আগে ১৫ ডিসেম্বর চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৯-০ গোলে বিধ্বস্ত হয়েছেন আশরাফুল ইসলামরা। ঘরের মাঠে প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি হকির জন্য দশদিনের প্রস্তুতি নেয় গোবিনাথান কৃঞ্চমূর্তির দল।
ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে সারোয়ার হোসেন-রাসেল মাহমুদ জিমিরা ছিলেন ছন্দহীন। কোনো প্রতিরোধই গড়তে পারেননি তারা। কোরিয়ার বিপক্ষে জয়ের স্বপ্ন তো দূরের কথা,পয়েন্টের আশাও করছেন না স্বাগতিক দলের খেলোয়াড়রা।
আরও পড়ুন:
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
news24bd.tv/ নকিব