মহামারী করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৪৩ জনে।
একই সময়ে করোনায় শনাক্ত হয়েছে ১৯১ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৭৫০ জনে।
শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গেলো ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৪৫ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৪৫ হাজার ২৫৯ জন করোনা থেকে সুস্থ হলো।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ৮৪৮টি ল্যাবে ১৬ হাজার ৩১০টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১৬ হাজার ১৭৮টি। করোনা শনাক্তের হার এক দশমিক ১৭ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৪ দশমিক ০৭ শতাংশ।
আরও পড়ুন:
এক দশকে এই প্রথম মন্ত্রী পর্যায়ের পাকিস্তান সফর
জাপানের ওসাকা শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২৭ জনের মৃত্যু
হাসপাতালে মাহাথির মোহাম্মদ
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃতদের দুইজনই পুরুষ। আজ কোনো নারী মৃত্যুবরণ করেনি। এ পর্যন্ত নারী মৃত্যু হয়েছে ১০ হাজার ১০৪ জন, পুরুষ ১৭ হাজার ৯৩৯ জন। মৃত্যুবরণকারী পুরুষ দুজনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। তাদের একজনের বাড়ি ঢাকায় ও আরেকজনের রংপুরে। দুজনই সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছে।