রিয়ালের দায়িত্ব নেয়ায় বরাখাস্ত লোপেতেগুই

রিয়ালের দায়িত্ব নেয়ায় বরাখাস্ত লোপেতেগুই

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ শুরুর মাত্র একদিন আগে বরখাস্ত হলেন স্পেন জাতীয় দলের কোচ হুলেন লোপেতেগুই। আজ (১৩ জুন) রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান লুইস রুবিয়েলস বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল (১২ জুন) রিয়াল মাদ্রিদ ঘোষণা করে, রাশিয়া বিশ্বকাপ শেষে রিয়ালের কোচের দায়িত্ব গ্রহণ করবেন লোপেতেগুই। এরপরেই স্প্যানিশ ফেডারেশন এবং সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

গেল মাসেই স্পেন জাতীয় দলের সঙ্গে চুক্তি নবায়ন করেন লোপেতেগুই। সে হিসেবে ২০২০ সাল পর্যন্ত দায়িত্বে থাকার কথা ছিল তার। অথচ কাউকে কিছু না জানিয়েই রিয়াল মাদ্রিদের চাকরি নেয়ায় তার ওপর ক্ষুব্ধ হয় স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

ইসকো-পিকেদের নতুন কোচ কে হচ্ছেন- এমন প্রশ্নের জবাবে রুবিয়েলস বলেন, ‘এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

যেহেতু হাতে সময় একেবারেই কম। তাই শিগগিরইেএকটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে। ’

১৫ জুন (শুক্রবার) ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে সার্জিও রামোস বাহিনী। হয়তো কোচ ছাড়াই 
এ ম্যাচে খেলতে হতে পারে ২০১০ বিশ্ব চ্যাম্পিয়নদের।

সূত্র: দ্য গার্ডিয়ান 

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর