ভারতের সঙ্গে পারল না পাকিস্তান

সংগৃহীত ছবি

ভারতের সঙ্গে পারল না পাকিস্তান

অনলাইন ডেস্ক

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে গেল পাকিস্তান। শুক্রবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে  দুই প্রতিপক্ষের লড়াইতে ভারত জয় পেয়েছে ৩-১ গোলে।

চলতি আসরে এটি ভারতের দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করার পর বাংলাদেশকে হারায় ৯-০ ব্যবধানে।

অন্যদিকে পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে ড্র করে জাপানের সঙ্গে।

ভারতের পক্ষে দুটি গোল করেন হারমানপ্রিত সিং এবং একটি গোল করেন আকাশদ্বীপ সিং। বিপরীতে পকিস্তানের পক্ষে একমাত্র গোল করেন জুনাইদ মনজুর। ম্যাচের ১২তম মিনিটেই এগিয়ে যায় ভারত।

পেনাল্টি কর্নার থেকে গোল আসে হারমানপ্রিত সিংয়ের স্টিক থেকে।

এরপর ৪২ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন আকাশদ্বীপ সিং। দুই গোল হজমের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় থাকা পাকিস্তান ঠিকই কমায় ব্যবধান। ৪৫ মিনিটে পাকিস্তানকে গোল এনে দেন মানজুর জুনাইদ।

এই ঘুরে দাড়ানোটা বেশীক্ষণ ধরে রাখতে পারেনি পাকিস্তান। ৫৩ মিনিটের মাথায় ভারত ব্যবধান বাড়ায় ৩-১। এবার পেনাল্টি থেকে জয়সূচক গোল করেন হারমানপ্রতি সিং।

আরও পড়ুন:

এক দশকে এই প্রথম মন্ত্রী পর্যায়ের পাকিস্তান সফর

জাপানের ওসাকা শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২৭ জনের মৃত্যু
হাসপাতালে  মাহাথির মোহাম্মদ


news24bd.tv/ তৌহিদ

এই রকম আরও টপিক