ধর্ষণ নিয়ে ‘বাজে’ মন্তব্য করে ব্যাপক সমালোচনায় পড়েছেন ভারতের কর্ণাটক বিধানসভার সাবেক স্পিকার তথা কংগ্রেস বিধায়ক রমেশ কুমার।
বলেছেন, ‘একটা কথা আছে যে ধর্ষণ অনিবার্য হলে শুয়ে পড়ুন এবং উপভোগ করুন। আপনি যে পরিস্থিতির মধ্যে আছেন ঠিক সেটাই। ’
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রমেশ কুমার বিধানসভার স্পিকার বিশ্বেশ্বর হেগড়ে কাগেরির উদ্দেশে অধিবেশনে এসব কথা বলেন।
ভারতের জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা শুক্রবার রাজ্য বিধানসভায় ধর্ষণ সংক্রান্ত মন্তব্যের জন্য কর্ণাটকের কংগ্রেস বিধায়ক রমেশ কুমারের নিন্দা জানান। খবর হিন্দুস্তান টাইমসের।
তবে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চান রমেশ কুমার।
বলেন, ‘আমি বিধানসভায় যে বক্তব্য রেখেছিলাম, তাতে যদি সমাজের কোনো অংশ, বিশেষ করে নারীরা আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে দুঃখ প্রকাশ করতে আমার কোনো দ্বিধা নেই। ’
আরও পড়ুন:
এক দশকে এই প্রথম মন্ত্রী পর্যায়ের পাকিস্তান সফর
জাপানের ওসাকা শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২৭ জনের মৃত্যু
হাসপাতালে মাহাথির মোহাম্মদ
news24bd.tv/ তৌহিদ