সহকর্মীকে অশ্লীল ভিডিও পাঠিয়ে জরিমানার মুখে সাবেক সিইও

সংগৃহীত ছবি

সহকর্মীকে অশ্লীল ভিডিও পাঠিয়ে জরিমানার মুখে সাবেক সিইও

অনলাইন ডেস্ক

সহকর্মীদের সঙ্গে যৌন সম্পর্ক, বোর্ডকে মিথ্যে কথা বলা, নিজের পদ ব্যবহার করে প্রভাব খাটানোর চেষ্টা ইত্যাদি অভিযোগে দুই বছর আগে চাকরি হারান ম্যাকডোনাল্ডসের সাবেক সিইও স্টিভ ইস্টারবুক।

২০২০ সালে তার বিরুদ্ধে মামলাও করা হয়। এবার সমঝোতার সিদ্ধান্ত নিয়ে ইস্টারবুককে সাড়ে ১০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে বলেছে মার্কিন ফাস্ট ফুড সংস্থা।

২০১৯ সালে ইস্টারবুকের সঙ্গে এক সহকর্মীর সম্পর্ক প্রকাশ্যে আসার পরই তদন্ত শুরু করেছিল ম্যাকডোনাল্ডস।

সেই তদন্তেই উঠে আসতে থাকে আরও বেশ কয়েকটি গুরুতর বিষয়।

জানা যায়, একটা নয়, অফিসে তিন জন সহকর্মীর সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়েছিলেন ইস্টারবুক। তার ই-মেইল থেকে এর প্রমাণও পাওয়া গেছে। সংস্থার বহু মহিলাকে প্রচুর নগ্ন ছবি, পর্ন ভিডিয়ো পাঠাতেন তিনি।

শুধু তাই নয়, দিনের পর দিন বোর্ডের বৈঠকে মিথ্যে কথা বলে গিয়েছেন ইস্টারবুক।

এমন সব অভিযোগ থেকেই তার বিরুদ্ধে মামলা করে ম্যাকডোনাল্ডস। তবে মামলা লড়ে দুই পক্ষের সময় নষ্ট না করে সংস্থার পক্ষ থেকে বলা হয়, ‘আদালতে দুই পক্ষেরই সময় নষ্ট হবে। তাই আমরা সমঝোতা করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে ক্ষতিপূরণ হিসেবে স্টিভ ইস্টারবুককে সাড়ে ১০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ দেয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। ’

আরও পড়ুন:

রিজওয়ানের অপেক্ষায় ইংলিশ নারী ক্রিকেটার

news24bd.tv/ নকিব