রোববার থেকে বুস্টার ডোজ, আগে দেয়া হবে যাদের

করোনাভাইরাস টিকার বুস্টার ডোজ দেওয়া হবে

রোববার থেকে বুস্টার ডোজ, আগে দেয়া হবে যাদের

অনলাইন ডেস্ক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামীকাল রোববার সকালে থেকে পরীক্ষামূলকভাবে করোনাভাইরাস টিকার বুস্টার ডোজ দেওয়া হবে। রাজধানীর মহাখালীর বিপিসিএস ভবনে এই বুস্টার ডোজ দেওয়া হবে।

শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার শুভ্র সেন্টারে এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরীক্ষামূলক এই বুস্টার ডোজ পাবেন ষাটোর্ধ্ব ব্যক্তিরা এবং সম্মুখ সারির লোকজনদের।

এছাড়াও নির্ধারিত ব্যক্তিদের দুই ডোজ টিকা দেওয়া থাকতে হবে। আর টিকা দেওয়ার বয়স ৬ মাস হয়েছে তারাই পাবেন বুস্টার ডোজ। যারা ষাটোর্ধ্ব তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে এ টিকা দেওয়া হবে।

বুস্টার ডোজের এ টিকা কার্যক্রম চলমান থাকবে জানিয়ে জাহিদ মালেক আরও বলেন, টিকার কোনও অভাব হবে না।

বুস্টার হিসেবে আপাতত ফাইজারের টিকাই ব্যবহার করা হবে। কারণ এটিকে ডব্লিউএইচও অনুমোদন দিয়েছে। কয়েক লাখ ফাইজারের টিকা আমাদের হাতে আছে। আগামী মাসে আরও দুই কোটি টিকা আসবে। এর মধ্যে ১১ লাখ টিকা দিয়েছি এবং হাতে আরও ৫ কোটি টিকা আছে।

আরও পড়ুন


প্রেমিকের সঙ্গে মেহজাবিনের ছবি ভাইরাল, জানুন পরিচয়

news24bd.tv এসএম