ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা পৌরসভা নির্বাচন আজ রবিবার। স্থানীয় সময় সকাল ৭টা থেকে কলকাতার ১৪৪টি ওয়ার্ডে চলবে ভোট গ্রহণ।
গেল বছরের মে মাসে শেষ হয়েছিল কলকাতা পৌরসভার নির্বাচিত পৌর বোর্ডের মেয়াদ। এরপর প্রায় দেড় বছর পার করে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
কলকাতার পৌর এলাকায় এবার মোট ভোটার সংখ্যা ৪০ লাখ ৪৮ হাজার ৩৫২ জন। সবচেয়ে বেশি ভোটার রয়েছেন ৬৬ নং ওয়ার্ডে। আর ৮৭ নং ওয়ার্ডে সবচেয়ে কম। ভোট গ্রহণের জন্য মোট ৪৯৫৯ টি বুথের ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন
টিকা দিতে বের হয়ে নিখোঁজ মা-মেয়ে
আগামী ২১ ডিসেম্বর হবে ভোটের গণনা। ভোট প্রক্রিয়া ২২ ডিসেম্বরের মধ্যেই সম্পূর্ণ করতে হবে জানিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
news24bd.tv রিমু