ইসলামি পোশাক পরে শরীরচর্চা, ভাইরাল মুসলিম তরুণী

সংগৃহীত ছবি

ইসলামি পোশাক পরে শরীরচর্চা, ভাইরাল মুসলিম তরুণী

অনলাইন ডেস্ক

জর্ডান থেকে মাত্র ৯ বছর বয়সে সপরিবারে যুক্তরাষ্ট্রে চলে আসেন আহলাম মোহাম্মদ আলী। তবে তিনি এখন মুসলিম নারীদের শরীরচর্চায় অনুপ্রেরণা হয়ে উঠেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার বেশ কিছু শরীরচর্চার ভিডিও ভাইরাল হয়েছে। তবে জিমের সুনির্দিষ্ট আঁটসাঁট পোশাক নয়, আহলাম শরীরচর্চা করেন ইসলামি শরীয়তসম্মত বোরখা-নিকাব পরেই।

 

আহলামের বিশ্বাস, এতে মুসলিম নারীরা বুঝতে পারবেন নিজের ধর্মবিশ্বাস ঠিক রেখেই স্বপ্নের পথে হাঁটা যায়। টিকটক ও ইনস্টাগ্রামে তার কয়েক লাখ ফলোয়ার রয়েছে।  

আহলাম বলেন, ‌‘আমার মূল লক্ষ্য মুসলিম নারীদের অনুপ্রাণিত করা। ইসলামের নিয়মগুলো অনুসরণ করেও আপনার পছন্দের বিষয়গুলো করতে পারবেন।

জীবনযাপনেও কোনো সমস্যা হবে না। ’

যুক্তরাষ্ট্রে একটি ই-কমার্স শপ পরিচালনা করেন আহলাম। ফিটনেস তার প্যাশন। তিনি প্রমাণ করতে চান, ফিটনেসের লক্ষ্য পূরণে তার শরীয়তসম্মত পোশাক বাঁধা হয়ে দাঁড়াচ্ছে না।

তিনি বলেন, ‘মুসলমান হিসেবে আমি নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে পারি। আমি আল্লাহর নির্দেশ পালন করছি এবং পাশাপাশি নিজের পছন্দের বিষয়গুলোর ওপর গুরুত্ব দিচ্ছি। ’

আরও পড়ুন:

স্বর্ণমন্দিরকে অপবিত্র করার অভিযোগ, গণপিটুনিতে একজনের মৃত্যু

news24bd.tv/ নকিব