বাগেরহাটের মোল্লাহাটে মটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তুষার মল্লিক (৪২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
আহতদের মধ্যে রয়েছে, স্ত্রী সবিতা মল্লিক (৩৬) ও শিশু পুত্র কুষাণ মল্লিক (৮) আহত হয়েছে। শনিবার বিকেলে খুলনা-মাওয়া মহাসড়কের উপজেলার দেড় বোয়ালিয়া সাগর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন:
যে কারণে বিয়ের আসরেই বরকে গণধোলাই!
জুতা সেলাই করছে বন্ধু, পাশে বসে গল্প করছেন মাশরাফি
আহতদের মোল্লাহাট উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান জানান, মোটরসাইকেল যোগে মোল্লাহাট উপজেলার দেড় বোয়ালিয়া মন্দিরে পদাবলী কীর্তন অনুষ্ঠানে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় মাইক্রোবাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
news24bd.tv/ কামরুল