অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে নাটোরের সিংড়ায় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছেন উপজেলা যুবলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলাম শরিফ।
রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে তাজপুর বাজার শহীদ মিনারে কর্মী-সমর্থকদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তিনি।
শরিফুল ইসলাম শরিফ সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী।
শরীফ বলেন, তাজপুর ইউনিয়নের নৌকার প্রার্থী মিনহাজ উদ্দিন নিজে আমার কর্মী সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করছেন।
আরও পড়ুন:
চেইন অব কমান্ড মেনে চলবেন, বিজিবি সদস্যদের প্রধানমন্ত্রী
সাধারণ মানুষ মতো সার্জেন্ট মহুয়ার বাবাও বিচার পাবেন: ডিবি
যে কারণে বিয়ের আসরেই বরকে গণধোলাই!
জুতা সেলাই করছে বন্ধু, পাশে বসে গল্প করছেন মাশরাফি
তিনি এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে তার কর্মী সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন, হুমকি বাধা সহ নানা প্রতিবন্ধকতার অভিযোগ এনে প্রশাসনের কাছে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ দাবি করেন।