সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন ৭ জন। আগামী ২৪শে ডিসেম্বর একাডেমির সাধারণ পরিষদের ৪৪তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে এ সাতটি পুরস্কার প্রদান করা হবে।
বাংলা একাডেমি পরিচালিত সাতটি পুরস্কার হলো- রবীন্দ্র পুরস্কার-২০২১, মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার (দ্বি-বার্ষিক পুরস্কার)-২০২১, সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার-২০২১, মযহারুল ইসলাম কবিতা পুরস্কার (দ্বি-বার্ষিক পুরস্কার)-২০২১, অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার-২০২১,সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার-২০২১ এবং হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার (দ্বি-বার্ষিক পুরস্কার)-২০২১ ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন:
চেইন অব কমান্ড মেনে চলবেন, বিজিবি সদস্যদের প্রধানমন্ত্রী
সাধারণ মানুষ মতো সার্জেন্ট মহুয়ার বাবাও বিচার পাবেন: ডিবি
যে কারণে বিয়ের আসরেই বরকে গণধোলাই!
জুতা সেলাই করছে বন্ধু, পাশে বসে গল্প করছেন মাশরাফি
পুরস্কার পেয়েছেন যারা:-
১।
২। মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার পেয়েছেন পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক।
৩। ইতিহাসবিদ অধ্যাপক সিরাজুল ইসলামকে সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ-সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
৪। মযহারুল ইসলাম কবিতা পুরস্কারে ভূষিত হয়েছেন ছড়াকার সুকুমার বড়ুয়া।
৫। প্রথমবারের মতো প্রবর্তিত অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার পেয়েছেন অভিনেত্রী ফেরদৌসী মজুমদার।
৬। সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার পেয়েছেন ড. তসিকুল ইসলাম রাজা
৭। হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার (দ্বিবার্ষিক) পুরস্কার পেয়েছেন সৌমিত্র চক্রবর্তী।