শেরপুরের নালিতাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় এক পথচারী আহত হয়েছেন।
রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ভালুকাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বিপ্লব হোসেন সুমন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে ওসি বশির আহমেদ বাদল জানান, সুমন মোটরসাইকেলে নালিতাবাড়ী হয়ে হালুয়াঘাটের দিকে যাচ্ছিলেন। পথে ভালুকাকুড়া গ্রামে পাকা রাস্তার পাশ থেকে রেহেনা বেগম নামে এক নারী রাস্তা পার হতে যান। তাকে বাঁচাতে মোটরসাইকেল থামানোর চেষ্টা করলে সুমন নিয়ন্ত্রণ হারান। মোটরসাইকেলটি রেহেনাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে পড়ে যায়।
আরও পড়ুন:
চেইন অব কমান্ড মেনে চলবেন, বিজিবি সদস্যদের প্রধানমন্ত্রী
সাধারণ মানুষ মতো সার্জেন্ট মহুয়ার বাবাও বিচার পাবেন: ডিবি
যে কারণে বিয়ের আসরেই বরকে গণধোলাই!
জুতা সেলাই করছে বন্ধু, পাশে বসে গল্প করছেন মাশরাফি
তিনি জানান, ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়। রেহেনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক জানান তিনি দুই পায়ে আঘাত পেয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।