চুয়াডাঙ্গায় জনজীবন বিপর্যস্ত

সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গায় জনজীবন বিপর্যস্ত

অনলাইন ডেস্ক

শৈত্যপ্রবাহের কবলে পড়েছে চুয়াডাঙ্গা। একদিনের ব্যবধানে তাপমাত্রা হ্রাস পেয়েছে ৪.২ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল সোমবার সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সহকারী কর্মকর্তা জামিনুর রহমান।

তিনি জানান, এ জেলায় শৈত্যপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

চরম দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। কাজ ছাড়া সাধারণ মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। হিমেল বাতাসে কাবু হচ্ছে সব বয়সের মানুষ।

আরও পড়ুন:


কেটে দেওয়া হলো তার মাথার চুল, দুই চোখের ভ্রু 

স্ত্রী সংসার না করতে চাওয়ায় শ্যালিকাকে তুলে নিয়ে ধর্ষণ


তিনি আরও জানান, চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

 সোমবার সন্ধ্যা থেকে শীতের তীব্রতা বাড়তে পারে। তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে। মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

news24bd.tv রিমু