সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইড বাংলাদেশ। ‘ইয়াং প্রফেশনাল’ প্রোগ্রামে নবীনদের নিয়োগ দিবে।
চাকরির অভিজ্ঞতা নেই এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে পদসংখ্যা নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান/ফিন্যান্সে স্নাতকোত্তর/এমবিএ থাকতে হবে।
বেতন
৩০ থেকে ৩৫ হাজার টাকা এবং সপ্তাহে ছুটি দুই দিন।
চাকরির ধরন
চুক্তিভিত্তিক। কর্মস্থল হবে ঢাকা।
আরও পড়ুন:
যুক্তরাজ্যের ব্রেক্সিট-বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পেলেন লিজ
যেভাবে আবেদন: কভার লেটার ও পাসপোর্ট সাইজ ছবিসহ জীবনবৃত্তান্ত ওয়াটারএইডের বাংলাদেশ অফিসে পাঠাতে হবে। খামের ওপর পদের নাম লিখতে হবে।
দ্য হেড অব পিপল অ্যান্ড অরগানাইজেশনাল ডেভেলপমেন্ট, হাউস–৯৭ /বি, রোড–২৫, ব্লক–এ, বনানী, ঢাকা ১২১৩- এই ঠিকানায় আবেদন পাঠাতে হবে।
আবেদনের শেষ সময় ২৩ ডিসেম্বর।
news24bd.tv রিমু