২০২৬ বিশ্বকাপে তিন আয়োজক!

২০২৬ বিশ্বকাপে তিন আয়োজক!

ক্রীড়া ডেস্ক

প্রথমবারের মতো তিনটি দেশ একসঙ্গে বিশ্বকাপ ফুটবল আয়োজন করতে যাচ্ছে। ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে কানাডা, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোয়।
 
ফুটবল মহাযজ্ঞের অায়োজক হতে চাওয়া দেশগুলোকে নিয়ে কাল ফিফায় ভোট অনুষ্ঠিত হয়েছে। এ ভোটে একেবারে শেষ দিকে মরক্কোকে হারিয়ে উত্তর কোরিয়া এগিয়ে যায়।

কিন্তু সবশেষে তিন প্রতিবেশী কানাডা, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো উত্তর কোরিয়াকে হারিয়ে নিজেদের দখলে নিয়ে নেয় মহামর্যাদার আসর আয়োজনের সুযোগ।

এর মধ্য দিয়ে ৩২ বছর পর ফের বিশ্বকাপ আয়োজনের যোগ্যতা অর্জন করলো উত্তর আমেরিকা। সবশেষ, ১৯৯৪ বিশ্বকাপ আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র।  
 
ফুটবল বিশ্বকাপকে বলা হয় ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’।

বিশ্বকাপ মানেই প্রচুর পর্যটক, খেলা দেখতে ভিড় করা মানুষের ঢল। বলাবাহুল্য, এসব মানুষের মাধ্যমে অর্জিত হয় রেকর্ড পরিমাণ বৈদেশিক মুদ্রা। বেড়ে যায় রাজস্ব আয়। হাজার কোটি ডলার আয়ের সুযোগ হয় একটি দেশের। কাজেই বিশ্বকাপ ফুটবল আয়োজন লোভনীয় ব্যাপারই বটে।
 
উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপ আসরে মোট ৮০টি ম্যাচের ৬০টি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে, ১০টি করে ম্যাচ আয়োজন করবে কানাডা এবং মেক্সিকো। অংশ নেবে ৬ মহাদেশের ৪৮টি দেশ।

সূত্র: ফিফা ডট কম, বিবিসি

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর