সাবেক চিফ হুইপ ও পটুয়াখালীর বাউফল-২ আসনের সংসদ সদস্য আ স ম ফিরোজের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ খারিজ করে দিয়েছেন আদালত।
আজ দুপুরে পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জামাল হোসেন মামলার আবেদনটি খারিজ করে দেন।
বাদী পক্ষের আইনজীবী মো. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর পূর্বে গত ১৪ ডিসেম্বর এ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়।
গত ১৪ ডিসেম্বর এ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়। রোববার (১৯ ডিসেম্বর) আদেশের দিন ধার্য ছিল। তবে একদিন পর সোমবার আদেশ দেওয়া হয়।
আদালতে দায়েরকৃত অভিযোগে বাদী উল্লেখ করেছিলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর আ স ম ফিরোজ বরিশালে আনন্দ মিছিল করেন এবং তার ছবি উল্লাসের সঙ্গে পা দিয়ে মারিয়ে যান। বঙ্গবন্ধুর ছবিতে জুতার মামলা পরিয়ে আনন্দ মিছিল করেন তিনি।
এছাড়াও বিভিন্ন সময়ে আওয়ামী লীগের রাজনীতি প্রশ্নে দলের অভ্যন্তরে বিভেদ সৃষ্টি, স্বাধীনতা বিরোধীদের পক্ষে কাজ করা, রাজাকার আলবদরদের পুনর্বাসন, ক্ষমতার অপব্যবহার, চরম অনিয়ম দুর্নীতি এবং নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকেন।
আরও পড়ুন:
লাল চাল খাওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর
‘আইসোলেশন’ শেষে গণভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অনুষ্ঠানে বঙ্গবন্ধু ছাড়া আর কোনো নাম নিতে শুনিনি: কাদের সিদ্দিকী
আদালতে দায়ের ওই অভিযোগে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং বরিশাল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন ভুলুসহ ১০ প্রভাবশালীকে সাক্ষী করা হয়েছিল।
অ্যাডভোকেট সৈয়দ জাহিদুল ইসলামও বাদীপক্ষের আইনজীবী ছিলেন।