সুন্দরবনে মাছ শিকার করতে গিয়ে বাঘের আক্রমণে মুজিবর রহমান (৫০) নামে এক জেলে নিহত হয়েছেন।
আজ বিকেলে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনের বৈকারি এলাকায় বাঘের আক্রমণের শিকার হন তিনি।
নিহত মুজিবর রহমান, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পারশেখালী গ্রামের আক্কাস আলীর ছেলে।
সুন্দরবন সংলগ্ন শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউপি সদস্য আনারুল ইসলাম জানান, তিন দিন আগে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন থেকে পাস নিয়ে সহযোগী জেলেদের সঙ্গে সুন্দরবনে যান মুজিবর রহমান।
আরও পড়ুন:
লাল চাল খাওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর
‘আইসোলেশন’ শেষে গণভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অনুষ্ঠানে বঙ্গবন্ধু ছাড়া আর কোনো নাম নিতে শুনিনি: কাদের সিদ্দিকী
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন অফিসার হারুন-অর রশিদ জানান, বাঘের আক্রমণে এক জেলের মৃত্যুর খবর শুনেছি। মরদেহ লোকালয়ে আনার পর বিস্তারিত বলা যাবে।