অন্যের স্ত্রীকে অবৈধভাবে বিয়ে করার মামলার শুনানি শেষে আদালতের এজলাসের বাইরে সাংবাদিকদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ে ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গীরা। শুধু হামলা নয়, পরে দেখে নেওয়ার হুমকিও দেয় তারা।
অভিযোগ পাওয়া গেছে, আজ সোমবার সকালে সময় টেলিভিশনের সাংবাদিক টিমের ওপর এমন হামলা চালিয়েছে ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গীরা।
মামলায় নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা তাম্মিসহ ৩ জনকে পূর্বশর্তে আজ জামিন দিয়েছেন আদালত।
আরও পড়ুন:
মিয়ানমারের সামরিক বাহিনী দেশটিতে গণহত্যা চালিয়েছে
হঠাৎ ইন্টারনেট দুর্বল হয়ে গেলে যা করবেন
হামলার শিকার সময় টেলিভিশনের ওই প্রতিবেদক সংবাদমাধ্যমকে জানান, শুনানিতে হাজিরা দিয়ে চলে যাওয়ার সময় নাসির ও তার স্ত্রী তামিমা তাম্মির ভিডিও ধারণের সময় আচমকাই সময় টেলিভিশনের প্রতিবেদক ও ক্যামেরাম্যানের ওপর হামলা করে নাসিরের সাঙ্গপাঙ্গরা।
এ বিষয়ে নাসির-তামিমা দম্পতি কোনো কথা বলেতে রাজি হয়নি। তবে আইনজীবীদের পক্ষ থেকে বলা হয়েছে, হামলাকারীরা কেউ আইনজীবী না। আইনজীবীরা জানায়- হামলাকারীরা নাসিরের ঘনিষ্ঠ।
news24bd.tv/এমি-জান্নাত