নিজেদের দ্বন্দ্ব ভুলে নৌকাকে বিজয়ী করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানিয়েছেন তিনি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন পরিচালনায় আওয়ামী লীগের কেন্দ্রীয় টিমের সমন্বয়ক জাহাঙ্গীর কবির নানক সভায় সভাপতিত্ব করেন।
নাসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াত আইভী সভায় বক্তব্য দেন।
সভা চলাকালে ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত হন দলের সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, ‘নেতাকর্মীদের একসঙ্গে কাজ করতে হবে। এখানে কোনো ভেদাভেদ চাই না। নৌকাকে জেতাতে হবে। একটাই কথা, নৌকাকে জেতাতে হবে। ’
শেখ হাসিনা বলেন, ‘কারো পছন্দ-অপছন্দ থাকতে পারে। কিন্তু একজনই তো নমিনেশন পাবেন। কাজেই আমরা একজনকে দিয়েছি। এখন সবাইকে নৌকার পক্ষে কাজ করতে হবে। নৌকাকে জেতাতে হবে। নির্বাচনের জন্য একটি কমিটি করে দেওয়া হয়েছে। এখন প্রত্যেককে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে, যেন আমরা এগিয়ে যেতে পারি। ’
আরও পড়ুন
ভোট ছাড়াই নির্বাচিত ১৫৭৬ জনপ্রতিনিধি
নারায়ণগঞ্জে চলন্ত বাসে ধর্ষণ, গ্রফতার ৩
শেখ হাসিনার বক্তব্যের পর দলীয় নেতাকর্মীরা দাঁড়িয়ে তাঁকে শুভেচ্ছা জানান। এ সময় শেখ হাসিনা ভিডিও কলে নেতাকর্মীদের দেখতে চান। শেখ হাসিনার পাশে উপস্থিত থাকা তাঁর ছোট বোন শেখ রেহানাও নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।
news24bd.tv রিমু