আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, নির্বাচন কমিশন নিয়ে সুনির্দিষ্ট কোন আইন নেই, আমাদের সরকার তা হাতে নিয়েছে। আগামী বছরের মধ্যে নির্বাচন কমিশন আইন করা হতে পারে।
আজ এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
হানিফ বলেন, বিএনপি এখন বড় বড় কথা বলছে।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমালোচনা করে তিনি বলেন, জিয়াউর রহমান কোথায় যুদ্ধ করেছে তার প্রমাণ কোথায়ও পাওয়া যায়নি। জিয়া যুদ্ধাপরাধীদের মুক্ত করেছিল, জামায়াতকে রাজনীতি করতে সুযোগ দিয়েছিল।
এসময় তিনি বিএনপির কড়া সমালোচনা করে বলেন, বিএনপি দেশের ভেতরে থেকে ষড়যন্ত্র ও মিথ্যাচার করছে। জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।