স্বামী নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন আলোচিত-সমালোচিত লেখক তসলিমা নাসরিন। তার পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল-
মেয়েদের সবচেয়ে কাছের মানুষ বলে সমাজ কাকে রায় দিয়েছে?
--স্বামীকে।
--ধর্ম এবং পুরুষতন্ত্রের বিচারে কে মেয়েদের সবচেয়ে বড় আশ্রয় এবং নিরাপত্তা?
--স্বামী।
--মেয়েদের শারীরিক এবং মানসিক নির্যাতন সবচেয়ে বেশি কে করে?
--স্বামী।
আরও পড়ুন:
দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা: স্বাস্থ্যমন্ত্রী
আগামী বছর নির্বাচন কমিশন আইন করা হতে পারে: হানিফ
ঘরে ঢুকে গৃহবধূ্কে কুপিয়ে হত্যা
চাকরি দেবে ইস্টার্ন লুব্রিকেন্টস্ ব্লেন্ডার্স
--কোনও বিবাহিতা মেয়ে যদি বাড়িতে খুন হয়, তবে কাকে খুনী হিসেবে সন্দেহ করা হয়?
--স্বামীকে।
--অধিকাংশ সময় কে খুন করেছে বলে প্রমাণ পাওয়া যায়?
--স্বামী।
(সোশ্যাল মিডিয়া বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব। এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। )