পাকিস্তান থেকে ভারতবিরোধী প্রপাগান্ডা ছড়ানোয় ২০টি ইউটিউব চ্যানেল এবং দুটি ওয়েবসাইট নিষিদ্ধ করেছে নয়াদিল্লি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, অনলাইনে এসব প্রপাগান্ডার পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই জড়িত হিসেবে মনে করছেন ভারতের কর্মকর্তারা।
জানা গেছে, নিষিদ্ধের তালিকায় থাকা ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে ১৫টিই নয়া পাকিস্তান গ্রুপের।
আরও পড়ুন:
দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা: স্বাস্থ্যমন্ত্রী
আগামী বছর নির্বাচন কমিশন আইন করা হতে পারে: হানিফ
ঘরে ঢুকে গৃহবধূ্কে কুপিয়ে হত্যা
চাকরি দেবে ইস্টার্ন লুব্রিকেন্টস্ ব্লেন্ডার্স
ওই ইউটিউব চ্যানেলগুলোর মোট গ্রাহকসংখ্যা ৩৪ লাখের বেশি। ভারত সম্পর্কিত যেসব কনটেন্ট রয়েছে, তার ভিউ হয়েছে ৫০০ মিলিয়নেরও বেশি।
ভারতের সরকারি কর্মকর্তারা বলছেন, ইউটিউব এবং টেলিকম বিভাগকে চিঠি লিখে অবিলম্বে এগুলো ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ এগুলো ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে প্রভাবিত করে।