মহাকাশ ভ্রমণ শেষে সোমবার পৃথিবীতে ফিরে এসেছেন জাপানি ধনকুবের ইউসাকু মায়েযাভা।
নিজের ব্যক্তিগত সহকারী ও ফিল্ম প্রডিউসার ইয়োযো হিরানো এবং রাশিয়ান মহাকাশচারী আলেকজান্ডার মিসুরকিন-কে নিয়ে কাজাখস্তান থেকে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। সফর শেষে আবার কাজাখস্তানেই অবতরণ করেন।
আরও পড়ুন:
মৃত্যুর আগের রাতে শ্বশুরবাড়ি থেকে পালানোর চেষ্টা করে ইলমা
দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা: স্বাস্থ্যমন্ত্রী
এই ১২ দিনের ভ্রমণের জন্য তিনি খরচ করেছেন ৭১ মিলিয়ন ইউরো।
news24bd.tv/এমি-জান্নাত