রাশিয়ায় নিযুক্ত জার্মানির ২ কূটনীতিককে বহিষ্কার করেছে মস্কো। জার্মানিতে নিযুক্ত রুশ কূটনীতিককে বার্লিন বহিষ্কাকারের জেরে পাল্টা জবাব হিসেবে এই ব্যবস্থা নিল ক্রেমলিন।
বার্লিন থেকে রাশিয়ার কূটনীতিককে বহিষ্কারের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই ব্যবস্থা নিল মস্কো । এ ঘটনায় সোমবার জার্মান রাষ্ট্রদূতকে তলব করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
তবে কূটনীতিককে রাশিয়া ছাড়ার সময়সীমা সম্পর্কে পরিষ্কার করে কিছু বলা হয় নি। ২০১৯ সালে জার্মানির রাজধানী বার্লিনের একটি পার্কে জেলিম খান নামে একজন চেচেন গেরিলাকে হত্যায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে ওই দুই কূটনীতিকের বিরুদ্ধে।
আরও পড়ুন:
মৃত্যুর আগের রাতে শ্বশুরবাড়ি থেকে পালানোর চেষ্টা করে ইলমা
দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা: স্বাস্থ্যমন্ত্রী
এ ব্যাপারে জার্মানির একটি আদালত গেল বুধবার দুই রুশ কূটনীতিককে দায়ী করে আদেশ দেয়া হয়। তবে জার্মান আদালতের ওই আদেশ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছে রাশিয়া ।
news24bd.tv/এমি-জান্নাত