স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যায় অভিযুক্ত বরখাস্তকৃত মেজর সৈয়দ জিয়াউল হক ও আকরাম হোসেনকে খোঁজা হচ্ছে। কিন্তু আমাদের কাছে তথ্য আছে তারা অন্য কোনো দেশে গা ঢাকা দিয়ে আছে।
মঙ্গলবার দুপুরের দিকে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদের সামনে মুক্তিযোদ্ধার ভাস্কর্য উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্লগার অভিজিৎ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয়েছে।
তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আরও পড়ুন:
দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা: স্বাস্থ্যমন্ত্রী
আগামী বছর নির্বাচন কমিশন আইন করা হতে পারে: হানিফ
ঘরে ঢুকে গৃহবধূ্কে কুপিয়ে হত্যা
চাকরি দেবে ইস্টার্ন লুব্রিকেন্টস্ ব্লেন্ডার্স
বাংলাদেশে ২০১৫ সালে অভিজিৎ রায়কে হত্যার মূল পরিকল্পনাকারী বলে যাদের সন্দেহ করা হয় - সেই ‘মেজর জিয়া’ নামে পরিচিত সৈয়দ জিয়াউল হক এবং আকরাম হোসেনের ব্যাপারে তথ্য দেবার জন্য ৫০ লাখ ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে পুরস্কার ঘোষণা দেয়ার একদিন পরই স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানালেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির আহম্মেদ, মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।