প্রেমিক চুম্বন না করায় অভিযোগ নিয়ে পুলিশের কাছে প্রেমিকা!
প্রেমিক চুম্বন না করায় অভিযোগ নিয়ে পুলিশের কাছে প্রেমিকা!

প্রতীকী ছবি

প্রেমিক চুম্বন না করায় অভিযোগ নিয়ে পুলিশের কাছে প্রেমিকা!

অনলাইন ডেস্ক

প্রেমিক বা প্রেমিকার মধ্যে রোম্যান্টিকতার ব্যাপার থাকবে না তা কী হয়! তেমনই ঘটনা নিয়ে প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ জানাতে পুলিশের দ্বারস্থ হলেন প্রেমিকা। আনন্দবাজার সূত্রে জানা যায়, অদ্ভুত এই ঘটনা ঘটেছে ইংল্যান্ডের লিঙ্কনশায়ারে।

প্রেমিক কেন তাকে চুম্বন করছেন না তা নিয়ে রীতিমতো হতাশায় ভুগছিলেন প্রেমিকা। একসময় তা সহ্যের সীমা ছাড়িয়ে যায়।

প্রেমিককে শায়েস্তা তিনি জরুরী সেবায় ফোন করেন। সেখানে ঘটনাটি জানাতেই হতবাক পুলিশকর্মীরা। ওই তরুণীকে তাঁরা বলেন, প্রেমিক কেন চুম্বন করছে না তারও অভিযোগ জানাতে হবে! এটা সত্যিই অযৌক্তিক। পুলিশ বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিতে চায়নি।

আরও পড়ুন:

মৃত্যুর আগের রাতে শ্বশুরবাড়ি থেকে পালানোর চেষ্টা করে ইলমা

দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা: স্বাস্থ্যমন্ত্রী

এই প্রথম নয়, এ রকম অদ্ভুত কারণে আগেও পুলিশে অভিযোগ জানানোর নজির আছে। প্রেমিক কেন কথা বলছেন না সেই অভিযোগ জানাতে পুলিশের দ্বারস্থ হন মধ্যেপ্রদেশের ছিন্দওয়াড়ার এক তরুণী। জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুলে যাওয়ায় তরুণীর সঙ্গে কথা বন্ধ করে দেন তাঁর প্রেমিক। বার বার চেষ্টা করেও প্রেমিকের মন গলাতে ব্যর্থ হয়ে শেষমেশ পুলিশের দ্বারস্থ হন ওই তরুণী।

news24bd.tv/এমি-জান্নাত