এই শহরে বেলাল ভাই নাই! সরয়ার, তুমি কি বুঝতে পারছ, আমি কী বলছি! এই শহরে বেলাল চৌধুরী ভাই নাই!
তারিক, তুমি কি বিশ্বাস করতে পারছ যে এই শহরে রফিক আজাদ নাই?
মেরিনা, তুমি কি জান যে, এই শহরে রবিউল হুসাইন নাই!
আনিস স্যার নাই, জামিল স্যার নাই, শামসুজ্জামান খান স্যার নাই। হাবীবুল্লাহ সিরাজী ভাই কই?
হক ভাইই নাই, সৈয়দ শামসুল হক! হাসান স্যারটাও চলে গেলেন।
আরও পড়ুন:
মৃত্যুর আগের রাতে শ্বশুরবাড়ি থেকে পালানোর চেষ্টা করে ইলমা
দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা: স্বাস্থ্যমন্ত্রী
সরয়ার, তুমি একদিন এসো। তিশাকে নিয়ে এসো।
(সোশ্যাল মিডিয়া বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব। এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। )
news24bd.tv/এমি-জান্নাত